SAMSUNG CAMERA PICTURES

বিডি নীয়ালা নিউজ(২৪ই  মে১৬) মারুফ সরকার,সিরাজগঞ্জ প্রতিনিধি ঃ 
সিরাজগঞ্জের তাড়াশে এক স্কুলছাত্রী অপহরনের তিনদিন পর সোমবার সন্ধায় উদ্ধার করলেন মানবাধিকার কমিশন তাড়াশ শাখার একটি টিম। জানা যায়, উপজেলার সোনাপাতিল গ্রামের মো.রফিকুল ইসলামের স্কুল পরুয়া মেয়ে মোছা.রিতা খাতুন (১৩) কে শনিবার সকালে বিয়ের প্রলভোন দেখিয়ে উঠিয়ে নিয়ে যায় উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের চন্ডিভোগ গ্রামের মো.সুজব আলীর লম্পট ছেলে মো.আরিফুল ইসলাম। পরে এলাকার নেতৃবৃন্দ সামাজিক ভাবে সমাধান করতে চাইলেও ছেলে তা মানতে রাজি হয়না এবং মেয়েকে রেখে সে পালিয়ে যায়। এক পর্যায়ে মেয়ের বাবা রফিকুল ইসলাম কোন সমাধান না পেয়ে তাড়াশ উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি,তাড়াশ-রায়গঞ্জ-সলংগার এমপি গাজী.ম.ম আমজাদ হোসেন মিলনের সহ ধর্মীনি হোসনে আরা ডেইজি মিলন এর কাছে বিচার ও সহযোগিতা চান। এ সময় মেয়ের বাবার আবেদনের প্রেক্ষিতে মানবাধিকার কমিশন তাড়াশ শাখার সভাপতি একটি টিম নিয়ে ঘটনাস্থলে দ্রুতো চলেযান এবং মেয়েটাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করেন। টের পেয়ে লম্পট ছেলে আরিফুল ও তার পরিবারের সবাই পালিয়ে যায়। মানবাধিকার কমিশন মেয়েটাকে থানায় হসস্তান্তর করেন। অপহিৃত স্কুল ছাত্রী রিতা জানান,ছেলেটা অনেক দিন যাবত আমাকে বিরক্ত করতো এক পর্যায়ে শনিবার স্কুলে যাবার পথে সে আমাকে বিয়ের প্রলভন দেখিয়ে জোর করে তুলে নিয়েযায় তার বাড়িতে।আমাকে বিয়ে করবে বলে তিনদিন ধরে বাড়িতে আটকিযে রেখেও বিয়ে করেনি। এ ব্যাপারে তাড়াশ থানায় অপহৃত স্কুল ছাত্রীর বাবা বাদি হয়ে অপহরন ও ধর্ষনের চেস্টা মামলা দায়ের করেছেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে