সিরাজগঞ্জ থেকে,মারুফ সরকার:জেলার তাড়াশে খাল-নালায় বাঁশের বেড়া দিয়েএবং পানি প্রবাহের পথে বাধা সৃষ্টিকারীদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উচ্ছেদ করা হয়েছে।

বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার সেরাজপুর-কাস্তা এলাকায় অভিযান চালিয়ে গুমানী খাল থেকে তিনটি সোঁতি জাল উচ্ছেদ করে তা পুড়িয়ে ফেলা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ মনসূর উদ্দিন জানান, ওই এলাকায় মাছ শিকারীরা সোঁতিজাল দিয়ে নির্বিচারে মা মাছ ও পোনা মাছ বানিজ্যিকভাবে শিকার করে আসছিল। এতে জলাধারে বাধা সৃষ্টি হওয়ায় উত্তরের জনপদে ইরি-বোরো ধান তলিয়ে যাচ্ছিল। ফলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে তা উচ্ছেদ করে পুড়িয়ে ফেলা হয়েছে। তবে কাউকে আটক করা যায়নি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে