tareq rahaman

বিডি নীয়ালা নিউজ (২১ই জুলাই ২০১৬ইং)-ডেস্ক রিপোর্টঃ বাংলাদেশে অর্থ পাচার মামলায় নিন্ম আদালতের রায় বাতিল করে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে সাত বছরের কারাদণ্ড ও ২০ কোটি টাকার অর্থদণ্ড দিয়েছে হাইকোর্ট।

একই মামলায় মি. রহমানের ঘনিষ্ঠ সহচর হিসেবে পরিচিত গিয়াসউদ্দিন আল মামুনকে সাত বছরের কারাদণ্ড বহাল রেখেছে আদালত।

মি. মামুন ২০০৭ সাল থেকেই কারাগারেই রয়েছেন, তবে মি. রহমান দীর্ঘদিন ধরেই লন্ডনে অবস্থান করছেন।

আদালত তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেছে।

অন্যদিকে মি.মামুনের অর্থদণ্ড কমিয়ে ২০ কোটি টাকা করা হয়েছে।

এর আগে ২০১৩ সালে ঢাকার একটি আদালত এ মামলায় তারেক রহমানকে বেকসুর খালাস দিয়েছিলো। তবে সে সময় মি. মামুনকে সাত বছরের কারাদণ্ড ও ৪০ কোটি টাকার অর্থদণ্ড দেয়া হয়েছিলো।

সুপ্রিম কোর্ট

২০০৯ সালে দুর্নীতি দমন কমিশন বা দুদক এ মামলাটি দায়ের করে।

মামলার অভিযোগপত্রে বলা হয়েছিল, একটি পাওয়ার প্লান্ট স্থাপনের কাজ দেওয়ার কথা বলে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে ২০ কোটি টাকারও বেশি অর্থ নেন গিয়াসউদ্দিন আল মামুন।

যে অর্থ লেনদেন হয় সিঙ্গাপুরে এবং সেখানেই মি. মামুনের ব্যাংক অ্যাকাউন্টে সেই টাকা জমা রাখা হয়।

অভিযোগ অনুযায়ী ঐ অর্থ থেকে প্রায় ৪ কোটি টাকা তারেক রহমান খরচ করেছিলেন।

দলীয় সমাবেশে মিস্টার রহমান – ফাইল ফটো

এদিকে আদালতের রায়ের পরপরই ঢাকায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে অন্তত ১০ জন বিএনপি নেতাকর্মীকে পুলিশ আটক করেছে।

ওই কার্যালয়ের সামনেও পুলিশ মোতায়েন রয়েছে।

 

 

 

bbc

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে