জুয়েল ইসলাম, তারাগঞ্জ রংপুর প্রতিনিধি: দেশের বিভিন্ন স্থানে ‘মন্দিরে হামলা ও প্রতিমা ভাঙচুরথর অভিযোগ তুলে এর প্রতিবাদে তারাগঞ্জে মানববন্ধন করা হয়েছে। শনিবার তারাগঞ্জ নতুন চৌপথীতে ‘বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোটের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত বক্তারা বলেন, দেশে একশ্রেণির উগ্রপন্থী মানুষ হিন্দু ও প্রতিমা পূজার বিরুদ্ধে বিদ্বেষ ছড়াচ্ছে। সাম্প্রদায়িকতার বিষবাষ্প দিন দিন প্রকট হয়ে উঠছে। তাদের অভিযোগ, সাম্প্রদায়িক কর্মকাণ্ডের কারণে দেশে হিন্দু সম্প্রদায়ের বসবাস ক্রমেই কঠিন হয়ে পড়ছে। বক্তারা এ সময় প্রতিমা ভাঙচুর ও মন্দিরে হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে শাস্তির বিধান করার দাবি জানান। জোটের নেতারা তারাগঞ্জ ও/এ সরকারি মহাবিদ্যালয় মাঠ প্রাঙ্গণ হতে মিছিল বের করে তারাগঞ্জ নতুন চৌপথী, গরুহাটি, তারাগঞ্জ ভিতর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুরাতন চৌপথী হয়ে নতুন চৌপথীতে এসে মিছিলটি শেষ হয়। এসময় তারা দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক গোষ্ঠীর হামলা-ভাঙচুরের অভিযোগও তোলেন। হিন্দু ছাত্র মহাজোটের তারাগঞ্জ উপজেলা শাখার সভাপতি চিরঞ্জিত রায়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সত্যজিৎ রায়ের সঞ্চালনায় তারাগঞ্জ উপজেলা শাখার হিন্দু ছাত্র মহাজোট, হিন্দু ঐক্য পরিষদের শিশিন চন্দ্র সরকার ও হিন্দু যুব ফোরামের সনজিৎ সেনসহ উপজেলার বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে