গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে স্টুডেন্ট ফোরামের ৬ষ্ঠ বর্ষে প্রদার্পন  উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ৩টায় গোলাপগঞ্জ পৌর মিলনায়তনে ফোরামের উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনার নাজমুস নাহিদের সভাপত্বিতে প্রধান অতিথি বক্তব্যে গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল বলেছেন, তরুণ প্রজন্মই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের যোগ্য নাগরিক হিসেবে গড়তে গোলাপগঞ্জ স্টুডেন্ট ফোরামসহ বিভিন্ন সামাজিক সংগঠন কাজ করে যাচ্ছে। যুব সমাজকে যুব শক্তিতে পরিণত করতে এবং মাদক থেকে দূরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

গোলাপগঞ্জে স্টুডেন্ট ফোরামের ৬ষ্ঠ বর্ষে প্রদার্পন  উপলক্ষে আলোচনা সভায় সাইফুর রহমান ও ডিএইচ মান্নার যৌথ সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মানবতার কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা আহমদুর রহমান খান হিনু, দৈনিক একাত্তরের কথার চীফ রিপোর্টার মিছবাহ উদ্দিন, গোলাপগঞ্জ প্রেসক্লাব সেক্রেটারী মাহফুজ আহমদ চৌধুরী, চেইঞ্জ ব্রিগন্যাস এর প্রতিষ্ঠাতা সভাপতি শাকিল জামান, আমন্ত্রিত অতিথির মধ্যে বক্তব্য রাখেন আফজল হোসেন সুহেল, তারেক আহমদ চৌধুরী, স্বেচ্চাসেবক পাঠশালার সভাপতি মো: রুবেল আহমদ, ফাহমি আহমদ চৌধুরী, শান্ত দাস। তরুণ সংগঠকদের মধ্যে বক্তব্য রাখেন জুবায়ের সাইফুল্লাহ, সাবের হোসেন নয়ন, রুমেল আহমদ, ফয়েজ আহমদ, রাজু আহমদ, এমদাদুল হক সুহেল, সাহেদ আহমদ, সিদ্দিক বিন আনাম, শাহজান আহমদ, প্রমুখ।

আলোচনা সভা শেষে অনুষ্ঠানের সভাপতি, সংগঠনের উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনার নাজমুস নাহিদ সাইফুর রহমানকে সভাপতি ও ডিএইচ মান্নাকে সাধারণ সম্পাদক মনোনীত করে ৫১ সদস্য বিশিষ্ট গোলাপগঞ্জ স্টুডেন্ট ফোরামের ২ বছর মেয়াদী নতুন কমিটি সদস্যদের নাম ঘোষণা করেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে