জয়নাল আবেদীন হিরো, নীলফামারী জেলা প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারে উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় পাটচাষী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ নভেম্বর) উপজেলা পরিষদ হলরুমে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পাট অধিদপ্তরের আয়োজনে পাটচাষী প্রশিক্ষণ কর্মশালায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন, পাট অধিদপ্তরের মহাপরিচালক ( অতিরিক্ত সচিব) মোহাম্মদ আতাউর রহমান, রংপুর আঞ্চলিক উপপরিচালক সোলায়মান আলী, ডোমার উপজেলা নির্বাহী অফিসার শাহিনা শবনম, নীলফামারী জেলা পাট কর্মকর্তা এটিএম তৈয়বুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক আবু বক্কর ছিদ্দিক, ডোমার উপজেলা কৃষি কর্মকর্তা আনিছুজ্জামান, উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম প্রমূখ। কর্মশালায় ১০০ শত চাষী অংশ নেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে