আসাদুজ্জামান পাভেল, ডিমলা (নীলফামারী) থেকেঃ বে-সরকারী উন্নয়ন পিপলস্ ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টশন (পপি)’র সদস্যে’র স্কুল পড়–য়া মেধাবী শিক্ষার্থী ছেলে-মেয়েদের এককালীন শিক্ষাবৃত্তি দিয়েছে উক্ত সংস্থার কর্তৃপক্ষ। উক্ত সংস্থার আয়োজন ও সহযোগীতায় এবং পল্লী কর্ম সহায়ক ফাইন্ডেশন (পিকেএফএফ)’র অর্থায়নে জেলার দুই উপজেলা ডোমার ও ডিমলার ১০৪ জন শিক্ষার্থীর মাঝে ১২ লাখ ৪৮ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে।

১২ আগষ্ট’১৮ রোববার সকালে নীলফামারীর ডিমলা ইসলামিয়া ডিগ্রী মহাবিদ্যালয়ের অডিটোরিয়াম হল রুমে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, ২০১৬-১৭ শিক্ষা বর্ষের এসএসসি পরীক্ষায় উর্ত্তীন্ন মেধাবী ছাত্র-ছাত্রীর প্রত্যেককে ১২ হাজার টাকা হারে ১’শ ৪জন শিক্ষার্থীর অভিভাবকের হাতে শিক্ষা বৃত্তির চেক প্রদান করা হয়। উক্ত সংস্থার নির্বাহী পরিচালক মোর্শেদ আলম সরকারের সভাপতিত্বে শিক্ষাবৃত্তির চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নীলফামারী-১ আসনের সাংসদ বীরমুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার নাজমুন নাহার, উপজেলা সমাজ সেবা অফিসার (অ:দা:) ফরহাদ হোসেন,উক্ত মহাবিদ্যালয়ের অধ্যক্ষ হাসিম হায়দার অপু প্রমূখ।

উক্ত সংস্থার ডালিয়া শাখার ম্যানেজার আব্দুল ফারুক’র উপস্থাপনায় বক্তৃতা করেন পপি’র প্রধান কার্যালয়ের পরিচালক মশিহুর রহমান,সহকারী পরিচালক ফয়েজ উদ্দিন, প্রোগ্রাম ম্যানেজার আবুল কালাম আজাদ,সহকারী প্রোগ্রাম ম্যানেজার সাইফুল আলম, উক্ত সংস্থার ডোমার ও ডিমলার প্রোগ্রাম ম্যানেজার মনিরুজ্জামান, ডিমলা উপজেলা শাখার ম্যানেজার জেহার আলী, নরেশ চন্দ্র রায়, সহকারী শাখা ব্যবস্থাপক আরএসসি মশিয়ার রহমান প্রমুখ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে