আসাদুজ্জামান পাভেল, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি: বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ডিমলা উপজেলা শাখার আয়োজনে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।

সোমবার (১৫-আগস্ট) সকালে দিবসটি উপলক্ষে সদর ইউনিয়ন পরিষদ চত্ত্বর থেকে একটি শোক র‌্যালী শহর প্রদক্ষিণ শেষে ডিমলা বিজয় চত্ত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করে পুনরায় ইউপি চত্বরে ফিরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ডিমলা উপজেলা শাখার সভাপতি আসাদুজ্জামান কবীর জুয়েলের সভাপতিত্বে আলোচনা সভায় মিলিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নীলফামারী-১(ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) লাইছুর রহমান। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জীবন ও কর্ম বিষয়ে আলোচনা তুলে ধরে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা সন্তান সংসদ এর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো: সপিয়ার রহমান, ডিমলা উপজেলা শাখার সাধারন সম্পাদক আসাদুজ্জামান বাবু, সাংগঠনিক সম্পাদক গোলাম রাব্বানী, শান্তনু দেব নাথ শান্ত, মনি সিংহ রায়, রমেন সিংহ রায় প্রমুখ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে