ডিমলা (নীলফামারী) থেকে- বুধবার বিকালে নীলফামারীর ডিমলা উপজেলার গয়াবাড়ী ইউনিয়নের শুঠিবাড়ী বাজারে চোরাচালান ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে জনসচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত।

গয়াবাড়ী ইউপি চেয়ারম্যান শরিফ ইবনে ফয়সাল মুনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার। অনুষ্ঠানে মাদক পাচারকারী ও জঙ্গীদের বিরুদ্ধে বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার, ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোয়াজ্জেম হোসেন, দ্বিতীয় ব্রিগেডিয়ার জেনারেল (রিজিওনাল কমান্ডার) একে এম সাইফুল ইসলাম, ঠাকুরগাঁও সেক্টও কমান্ডার কর্নেল দেওয়ান লিয়াকত আলী, ব্যাটিলিয়ান কমান্ডার ৫৬ বর্ডারগাড লে: কর্নেল কাজী আবুল কালাম আজাদ প্রমুখ।

বক্তারা মাদক পাচারকারী, সন্ত্রাস, জঙ্গী, নাশকতা, ও বাল্যবিবাহর কুফল সর্ম্পকে জনসচেতনতামূক ব্যাপক আলোচনা তুলে ধরেন এবং আলোচনার সভাপতি চোরাচালান ও মাদক ব্যবসায়ীদের ধরিয়ে দিতে পারলে ১০ হাজার টাকা পুরস্কার করার ঘোষনা দেন। অনুষ্ঠানে সকল শ্রেণী ও পেশার মানুষ উপস্থিত ছিলেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে