ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারী জেলার ডিমলায় সরাসরি প্রান্তিক, ক্ষুদ্র ও মাঝারী কৃষকদের কাজ থেকে বোরো ধান সংগ্রহ অভিযান শুরু হয়েছে। গতকাল দুপুরে উপজেলার সদর ইউনিয়নের সরদারহাট নামক এলাকার বসুনিয়া পাড়ার কৃষক মো: সিরাজুল ইসলামের বাড়িতে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ব্যবস্থাপনায় এবং উপজেলা খাদ্য অধিদপ্তরের আয়োজনে এ সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. নাজমুন নাহার মুন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মো: সেকেন্দার আলী, উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক মো: সহিদুল ইসলাম, উপ-সহকারী কৃষি অফিসার শওকত রেজা প্রমুখ।

পরে কৃষক সিরাজুল ইসলাম এর কাজ থেকে ১ হাজার ৪০ টাকা দরে আধাটন (৪৮০) কেজি ধান ক্রয়ের মাধ্যমে সংগ্রহ উদ্বোধন করা হয়। এ কার্যক্রম চলবে ৩১ আগস্ট পর্যন্ত। চলতি ইরি বোরো মৌসুমে ডিমলা উপজেলার কৃষকদের কাজ থেকে সরাসরি ৪’শত ১১ মেট্রিক টন ধান কেনা হবে বলে জানান, উপজেলা খাদ্য পরিদর্শক (ভারপ্রাপ্ত) অফিসার জাহেদুল ইসলাম। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার মোফাচ্ছেল হোসেন এর সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় উপস্থিত কৃষকদের উদ্দ্যেশে অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এ মৌসুমে বোরো ধান সরাসরি কৃষকের কাজ থেকে সংগ্রহ করা হচ্ছে। প্রয়োজনে অনিয়ম ঠেকাতে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্তৃক প্রান্তিক, ক্ষুদ্র ও মাঝারী কৃষকের তালিকাগুলো উপজেলা খাদ্য অধিদপ্তরের সংশ্লিষ্ট ব্যক্তিদের উস্থিতিতে মিলিয়ে ও উপজেলা প্রশাসনের প্রতিনিধির মাধ্যমে যাচাই-বাছাই করে কৃষকের কাজ থেকে ধান সংগ্রহ করা হবে এবং তাই করছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে