মো: আসাদুজ্জামান পাভেল, ডিমলা (নীলফামারী) থেকেঃ উত্তর পশ্চিম রিজিয়ন, রংপুর এর অধিনস্থ ৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সার্বিক ব্যবস্থাপনায় ২৫ মার্চ রবিবার দিনব্যাপী নীলফামারীর ডিমলা উপজেলার ১নং পশ্চিম ছাতানাই ইউনিয়নের ছাতনাই উচ্চ বিদ্যালয় মাঠে এলডিসি স্ট্যাটাস থেকে বাংলাদেশের উত্তরণ উদযাপন উপলক্ষে ফ্রি “মেডিকেল ক্যাম্পেইন” এর আয়োজন করা হয়। উক্ত মেডিকেল ক্যাম্পেইন এ রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল হতে আগত শিশু, চক্ষু, গাইনী, ডেন্টাল, সার্জরী, মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসকগণ এবং সেক্টর সদর দপ্তর, রংপুরের মেডিকেল অফিসার কর্তৃক উপজেলার প্রায় পাঁচ সহস্রাধিক অসহায় ও দুস্থ নারী-পুরুষ এবং শিশুকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করেন।

মেডিকেল ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর রিজিয়ন সদর দপ্তর, রিজিয়ন কমান্ডার, পিএসসি, এনডিসি, বিএসপি, ব্রিগেডিয়ার জেনারেল নাহিদুল ইসলাম খান এবং রংপুর সেক্টর সদর দপ্তর সেক্টর কমান্ডার জি, পিএসসি,কর্ণেল ই এম আজিজুল কাহহার। এতে বিশেষ অতিথি হিসেবে ছিলেন রংপুর ৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মুহীদ উল আলম সহ অন্যান্য সকল অফিসার এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে