মোঃ আসাদুজ্জামান পাভেল, ডিমলা (নীলফামারী) থেকেঃ পহেলা বৈশাখ বাংলা নববর্ষ ১৪২৬ বরণে নীলফামারীর ডিমলায় ব্যাপক আনন্দ উদ্দীপনায় উদযাপনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।আজ সোমবার (৮-এপ্রিল) বেলা ১১ টার উপজেলা পরিষদ হলরুমে প্রস্তুতি সভায় উপজেলা নির্বাহী অফিসার মোছা: নাজমুন নাহার মুন সভাপতিত্ব করেন।

দেশের বর্তমান প্রেক্ষাপটে সভায় উপস্থিত সকলের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৪ এপ্রিল রোববার সকাল ৮ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে নবর্বষ বরনে পহেলা বৈশাখ উপলক্ষে একটি শোভাযাত্রা শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার পুনরায় পরিষদ মাঠে এসে মিলিত হবে। সেখানে বৈশাখী মেলা সাংস্কৃতি উৎসব এবং পান্তা ইলিশের আয়োজন করা হবে। সেই সাথে সরকারের নির্দেশিত আলোকে বৈশাখের সকল অনুষ্ঠান বিকাল ৫ টার মধ্যে শেষ করতে হবে। পাশাপাশি বৈশাখী উৎসবে কোন ধরনের মুখোশপড়ে লোকালয় ঘোড়াফেরা না করার আহবান করেন উপজেলা নির্বাহী অফিসার। নতুন বছরের আনন্দকে ধরে রাখতে আনন্দে মূখোরিত হয়ে মোটরসাইকেল চালক ছাড়া দ্বিতীয় কোন ব্যাক্তি আরোহী হবেন না।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিমলা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মফিজ উদ্দিন শেখ, উপজেলা শিক্ষা অফিসার স্বপন কুমার রায়, উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম, সদর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম সরকার, ডিমলা সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ মোকলেছুর রহমান, ডিমলা সোনালী ব্যাংক শাখার ম্যানেজার শরীফ হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মেজবাহুর রহমান, উপজেলা পরিচালন (ইউজিডিপি) উন্নয়ন প্রকল্পের সহায়ক বিভা রায়, উপজেলা তথ্যসেবা অফিসার রওনক জাহান, ডিমলা সিভিল ডিফেন্স ফায়ার সার্ভিস অফিসার আবু বক্কর সিদ্দিক, বে-সরকারী সংস্থা পল্লিশ্রী রি-কল-২০২১ প্রকল্পের উপজেলা সমন্বয়কারী পুরান চন্দ্র বর্মন, ডিমলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সাংবাদিক জাহাঙ্গীর রেজা সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের সভাপতি/সম্পাদক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে