আসাদুজ্জামান পাভেল, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারী জেলার নবাগত জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী’র সাথে ডিমলা উপজেলার সরকারী, বে-সরকারী সকল বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে পরিচিতি এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল বেলা ১১টার সময় উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোছা: নাজমুন নাহার মুনের সভাপতিত্বে পরিচিতি সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক শাহিনুর আলম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসার নূর-ই আলম সিদ্দীকি। পরিচয় পর্বের শেষে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, ভাইস চেয়ারম্যান বাবু নীরেন্দ্র নাথ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: আয়শা সিদ্দীকা, ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মফিজ উদ্দিন শেখ, উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম, সদর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম সরকার, ডিমলা রিপোর্টার্স ইউনিটি ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক জাহাঙ্গীর রেজা প্রমুখ। এ সময় উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী তাঁর বক্তব্যে বলেন, আপনারা জানেন যে, আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ দেশকে সুন্দর একটি সোনার বাংলাদেশ গড়ে তুলতে সরকারী সকল দপ্তরকে দুর্নীতিমুক্ত করার জন্য সবার কাছে সহযোগিতা আহবান করেছেন। তাই আপনারা দুর্নীতির উর্ধ্বে উঁঠে কাজ করবেন। তিনি আরো বলেন, আমি নীলফামারীসহ জেলার সকল উপজেলার উন্নয়নে আপনাদের সহযোগিতা চাই।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে