আসাদুজ্জামান পাভেল, ডিমলা, নীলফামারী প্রতিনিধিঃ স্যালোমেশিন চালিত  নছিমন গাড়ি যোগে পাশ্ববর্তী উপজেলা জলঢাকায় জ্বালানি কাঠ বহন করতে গিয়ে পাকা রাস্তার স্প্রিট ব্রেকারের সাথে নছিমন গাড়ির পাতির ধাক্কা লেগে নছিমন গাড়ি উল্টে মর্মান্তিক মৃত্যু হয়েছে রুবেল ইসলাম (২৪) নামের এক যুবকের। 
বুধবার (৮-জুলাই) সকাল আনুমানিক সাড়ে ১০ টার দিকে ঘটনাটি ঘটেছে নীলফামারীর ডিমলা উপজেলার খালিশা চাপানী ইউনিয়নের ডালিয়া পানি উন্নয়ন বোর্ড গেট সংলগ্ন পাকা রাস্তায়। 
নিহত রুবেল ইসলাম  উপজেলার বালাপাড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড এর স্থায়ী বাসিন্দা জিয়ারুল ইসলামের ছেলে। সে ১১ মাস বয়সের এক পুত্র সন্তানের জনক।

সরেজমিনে গিয়ে জানা যায়, গাড়িটিতে জ্বালানী কাঠ নিয়ে শুটিবাড়ি থেকে জলঢাকা অভিমুখে যাওয়ার পথে  এ দূর্ঘটনা ঘটে। গাড়িতে ৩ জন ছিলো, গাড়িটি দুর্ঘটনার কবলে পরার সাথে সাথে চালকসহ অপর একজন দ্রুতগতিতে পালিয়ে যায়। গাড়িটি রাস্তার বাম দিকে উল্টে পরে গেলে গাড়িতে থাকা রুবেল রাস্তায় পড়ে গেলে নছিমনের চাপায় মাথা ছিন্নভিন্ন হয়ে ঘটনাস্থলে সে মারা যায়।
ঘটনাস্থল থেকে প্রত্যক্ষদর্শী একজন জাতীয় জরুরী সেবার হটলাইন ৯৯৯ এ ফোন দিয়ে ডিমলা থানায় অবগত করলে তাৎক্ষণিক ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম ডিমলা থানার এসআই আবুল কালাম আজাদ ও সঙ্গীয় পুলিশ ফোর্সকে ঘটনাস্থলে পাঠিয়ে দেন। তারপর ঘটনাস্থলেই লাশের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করেন এসআই আবুল কালাম আজাদ। 
 এসআই আবুল কালাম আজাদ জানান, লাশের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে৷ মৃত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে কোন প্রকার অভিযোগ না থাকায় উক্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে লাশ দাপনের জন্য মৃত রুবেলের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে