আসাদুজ্জামান পাভেল, ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর ডিমলায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এর আয়োজনে ভিজিডি কর্মসূচী ২০২১-২২ চক্রের উপকারভোগীদের মাঝে ভিজিডি কার্ড ও চাল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে ৪ নং খগাখড়িবাড়ী ইউনিয়ন পরিষদ চত্বরে উপকারভোগীদের মাঝে ভিজিডি কার্ড ও চাল তুলে দেওয়ার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম শুরু হয়।
এসময় ইউপি চেয়ারম্যান মোঃ রবিউল ইসলাম লিথন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জয়শ্রী রানী রায়।
বিশেষ অতিথি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (অঃদা) পূরবী রানী রায়, ফিল্ড প্রশিক্ষক আয়শা সিদ্দিকা, আব্দুল মজিদ, সন্তোষ কুমার রায়, উক্ত ইউ.পি সদস্য জুয়েল হোসেন রব্বু, মকবুল হোসেন, আবু সাঈয়েদ, আবুল কালাম সহ সকল উপকারভোগী উপস্থিত ছিলেন।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার জয়শ্রী রানী রায় বলেন, “যেখানেই মাদক বিক্রেতা এবং মাদকাসক্ত দেখবেন, আমাকে ফোন দেবেন । সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। মাদক নির্মূলে আপনাদের ভূমিকা অপরিসীম।এসময় ৪ নং খগাখড়িবাড়ী ইউনিয়নে ৩১০ জন ভিজিডি চক্রের সুবিধাভোগীদের মাঝে ভিজিডি কার্ড ও চাল বিতরণ করা হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে