bssmmu_16691

বিডি নীয়ালা নিউজ(২০ই জুন ২০১৬ইং)-ডেস্ক রিপোর্টঃ  বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে জোড়া লাগানো অপূর্ণাঙ্গ যমজের অস্ত্রোপচার শেষ হয়েছে।
আজ সোমবার সকাল ৯টা ১৮ মিনিটে তাকে অপারেশন থিয়েটারে নেয়া হয়। সকাল সাড়ে ৯টায় এনেসথেসিয়া দেয়ার পর ৯টা ৫০ মিনিটে পেডিয়াট্রিক সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. রুহুল আমিনের নেত্বত্বে অস্ত্রোপচার শুরু হয়। তার সঙ্গে ১৮ সদস্যের মেডিকেল টিমের সদস্যরা ছিলেন। সকাল ১০টা ৩৪ মিনিটে অস্ত্রোপচার শেষ হয়।
অস্ত্রোপচারটি বড় পর্দায় দেখানো হয়েছে। অনেকেই ভিড় করেন বড় পর্দায় অস্ত্রোপচারটি দেখতে। অনেক আবার বড় পর্দা থেকে অস্ত্রোপচারটি মোবাইলে ভিডিও করেছে।
বাগেরহাটের রামপালের শোলাপুরা গ্রামের হীরামনি ও জাকারিয়ার চতুর্থ সন্তান অপূর্ণাঙ্গ জোড়া শিশু মোহাম্মদ আলী। চলতি বছরের ৭ মার্চ তার জন্ম। জন্মের পর ১০ মার্চ তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে