japan-earthquick

বিডি নীয়ালা নিউজ(১৮ই এপ্রিল১৬)-অনলাইন প্রতিবেদনঃ  জাপানে আরো এক দফা ভূমিকম্পের আশঙ্কায় প্রায় আড়াই লাখ মানুষকে ঘরবাড়ী ছেড়ে চলে যেতে বলা হয়েছে। জানাচ্ছে একটি দাতা সংস্থা।

জাপানি রেডক্রস সোসাইটির উপদেষ্টা নাওকি কোকাওয়া বলছেন, যেসব এলাকার মানুষ জনকে সরে যেতে বলা হয়েছে সেসব এলাকায় আরো চিকিৎসক দল পাঠিয়ে দেয়া হয়েছে।

গত সপ্তাহেই দেশটিতে দু-দফা বড়সড় ভূমিকম্প আঘাত হেনেছে।

দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কিউসু দ্বীপে আঘাত হানা ওই ভূমিকম্পে অন্তত ৪২ জন মানুষ মারা যায়।

এতে সহস্রাধিক মানুষ আহত হয়। ভবন, ঘরবাড়ি, রাস্তাঘাট ও সেতুর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

ধ্বংসস্তূপের মধ্যে আটকে পড়া মানুষজনকে উদ্ধার করতে এখনো ত্রিশ হাজারের মতো উদ্ধার কর্মী নিয়োজিত রয়েছে।

জাপানের মেটেওরোলজিকাল সংস্থা বলছে, আসছে দিনগুলোতে এ ধরণের আরো ভূমিকম্প আঘাত হানতে পারে।

সূত্রঃ বিবিসি

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে