picsart_1476403081813

এম এম মুজাহিদ উদ্দীন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের(জবির) শিক্ষার মান অনেক বৃদ্ধি পাচ্ছে এবং নিরবে শিক্ষাকেন্দ্রিক বিপ্লব ঘটাচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান।

আজ শুক্রবার (১৪ অক্টোবর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ‘উন্নত ভবিষ্যতের জন্য রসায়ন’ (Chemistry for Better Future) স্লোগানকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের উদ্যোগে দিনব্যাপী ‘বিশ্ব সংহতির জন্য রসায়ন (Chemistry for Global Solidarity)’ শীর্ষক সিম্পোজিয়ামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সিম্পোজিয়ামের উদ্বোধনকালে তিনি বলেন, ‘এই ধরনের সিম্পোজিয়ামের মাধ্যমে গবেষকদের মাঝে মত-বিনিময় ও যৌথ গবেষণা বৃদ্ধি পাবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান অনেক বৃদ্ধি পাচ্ছে এবং আগামী ৫-১০ বছরে আরো উন্নত হবে এবং আরো গর্ব করার মতো প্রতিষ্ঠানে পরিণত হবে।’

এ সময় তিনি আরো বলেন, ‘ইউনেস্কো প্রতিবেদন অনুসারে বিশ্বে মৌলিক বিজ্ঞান শিক্ষার্থীর সংখ্যা ক্রমশ হ্রাস পাচ্ছে। এর প্রধান কারণ বিজ্ঞান শিক্ষা প্রচুর ব্যয় বহুল। আমাদের দেশে বিজ্ঞান শিক্ষার্থীর সংখ্যা ততটা কম নয়। তবে উন্নত গবেষণার জন্য আমরা হয়তো তাদের পর্যাপ্ত রিসোর্স দিতে সক্ষম হচ্ছি না। উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের দেশেও নানা বিষয়ে গবেষণা হচ্ছে।’

সিম্পোজিয়ামে প্রধান পৃষ্ঠপোষকের বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, ‘আমাদের দেশে পাশের হার বৃদ্ধি পাচ্ছে এবং শিক্ষার মান হ্রাস পাচ্ছে বলে সমালোচনা করা হয়। উন্নত বিশ্বে পাশের হার হ্রাস পেলে বিভিন্ন কমিটি করে সেগুলোর কারণ এবং সমাধান বের করার চেষ্টা করা হয়।’

জবি শিক্ষার্থীদের আরো উন্নয়নে যোগাযোগের দক্ষতা (Communication Skill)  বৃদ্ধি করতে হবে বলেও পরামর্শ দেন উপাচার্য।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শাহাজাহানের সভাপতিত্বে সিম্পোজিয়ামে বিশেষ অতিথি হিসেবে মাওলানা ভাষানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় পরিষদের প্রেসিডেন্ট অধ্যাপক ড. মো. আলাউদ্দীন, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. মোহাম্মাদ ইউসুফ আলী মোল্লা, বাংলাদেশ
বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের প্রাক্তন সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও বাংলাদেশ রসায়ন সমিতির প্রাক্তন প্রেসিডেন্ট অধ্যাপক ড. মো. মুহিবুর রহমান এবং গণ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক ড. মেসবাহউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, দিনব্যাপী এ সিম্পোজিয়ামে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশব্যাপী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও রসায়নবিদদের তিনটি মূল বক্তব্য (Keynote Speech), দুটি প্লিনারি লেকচার (Plenary Lecture), সাতাশটি আমন্ত্রিত বক্তৃতা (Invited Lecture), সাতটি মৌখিক উপস্থাপনা (Oral Presentation)  এবং ষাটটি পোস্টার প্রেজেন্টেশন (Poster Presentation)  উপস্থাপিত হয়। এসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন পাবলিক ও বেসরকারি
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে