ডেস্ক রিপোর্টঃ সিলেটে সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলার মামলার মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি দেলোয়ার হোসেন রিপন রাষ্ট্রপতির কাছে আনুষ্ঠানিকভাবে প্রাণ ভিক্ষার আবেদন করেছে।

২৭ মার্চ সোমবার রিপন এ আবেদন করে।

এর আগে ২২ মার্চ  বুধবার রিপনের রিভিউ আবেদন খারিজ করে হাইকোর্টের দেওয়া চূড়ান্ত রায় পড়ে শোনানো হয়।

২০০৪ সালের ২১ মে সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজারের ফটকে তৎকালীন ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা হয়। হামলায় দুই পুলিশ কর্মকর্তাসহ তিনজন নিহত এবং আনোয়ার চৌধুরীসহ ৭০ জন আহত হন।

এ ঘটনায় দায়েরকৃত মামলায় ২০০৮ সালের ২৩ ডিসেম্বর মুফতি হান্নান, শরীফ শাহেদুল ওরফে বিপুল, দেলোয়ার ওরফে রিপনকে মৃত্যুদণ্ডাদেশ এবং মহিবুল্লাহ ওরফে মফিজুর রহমান ও আবু জান্দালকে যাবজ্জীবন কারাদণ্ড দেন সিলেট দ্রুত বিচার আদালত।

আসামিরা এ রায়ের বিরুদ্ধে আপিল করেন। ২০১৬ সালের ১১ ফেব্রুয়ারি নিম্ন আদালতের রায় বহাল রাখেন হাইকোর্ট।

এরপর গত ১৭ জানুয়ারি পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। গত ২৩ ফেব্রুয়ারি আসামিরা রায়ের ব্যাপারে রিভিউ আবেদন করেন। ১৯ মার্চ এ আবেদনও খারিজ করে দেন আদালত। সর্বশেষ গত মঙ্গলবার রিভিউ খারিজের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়।

পি/এন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে