1112

বিডি নীয়ালা নিউজ(৮ই মে১৬)-লক্ষ্মীপুর প্রতিবেদনঃ   লক্ষ্মীপুরের রামগঞ্জে ইয়াছিন আরাফাত জীবন নামের নবম শ্রেণির এক স্কুলছাত্রকে বেদম পিটিয়ে হাসপাতালে পাঠিয়েছেন  তার স্কুলশিক্ষক।

শনিবার পরীক্ষা চলাকালীন রামগঞ্জ এম ইউ সরকারি উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। আজ রবিবার রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে দুঃখ প্রকাশের মধ্য দিয়ে বিষয়টি সমঝোতা করা হয়েছে।

অভিযোগে জানা যায়, শনিবার বেলা ১১টায় পরীক্ষা চলাকালে নবম শ্রেণির ছাত্র জীবন তার পিছনে থাকা অপর একজনের দিকে তাকিয়ে ছিলেন। এসময় দায়িত্বরত সহকারি শিক্ষক মনির হোসেন তার কান ধরে সকল ছাত্র-ছাত্রীর সামনে এনে স্কেল দিয়ে মারধর করেন। এ সময় ওই শিক্ষার্থীর কান রক্তাক্ত হলে সে পরীক্ষা দিতে অপারগতা প্রকাশ করে। এতে শিক্ষক আরও ক্ষিপ্ত হয়ে তার শরীরের বিভিন্ন জায়গায় এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে স্কুল কক্ষে বসিয়ে রাখেন। পরে অভিবাবকরা খবর পেয়ে তাকে রামগঞ্জ সরকারি হাসপাতালে চিকিৎসা করান।

এ ঘটনায় শিক্ষকের শাস্তির দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন শিক্ষার্থীর বাবা জয়নাল আবদীন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিযুক্ত শিক্ষকসহ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল আজিজকে রবিবার (৮ মে) দুপুরে তার কার্যালয়ে খবর দিয়ে আনেন।

এ সময় অভিযুক্ত শিক্ষক বলেন, শিক্ষার্থীর গায়ের রং সাদা হওয়ায় দাগ একটু বেশি দেখা যাচ্ছে, কালো হলে দেখা যেত না। একই সাথে নিজের ভারসাম্যহীনতার কথা স্বীকার করে নিয়ে ক্ষমা প্রার্থনা করেন তিনি।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু ইউছুফ শিক্ষক কর্তৃক নির্মম নির্যাতনের ঘটনাকে দুঃখজনক আখ্যা দিয়ে ঘটনার সমঝোতা করেন।

#বিডি-প্রতিদিন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে