নীলফামারী থেকেঃ নীলফামারী জেলার ডোমারের সীমান্তবর্তী চিলাহাটী রেলষ্টেশন থেকে অত্যাধুনিক ও উন্নতমানের আরো তিনটি আন্তঃনগর ট্রেন যুক্ত হয়েছে। বুধবার (১লা মার্চ) পশ্চিমাঞ্চল রেলওয়ে আনুষ্ঠানিক ভাবে এই আন্তঃনগর ট্রেনগুলির চলাচলের উদ্ভোধন করেন।

রেলওয়ের সূত্রটি জানায়, তিনটি ট্রেনের মধ্যে চিলাহাটী-রাজশাহী বরেন্দ্র আন্তঃনগর ট্রেনটি ছেড়ে যাবে প্রতিদিন ভোর ৫.৫০ মিনিটে। একই রুটে তিতুমীর আন্তঃনগর ট্রেনটি ছেড়ে যাবে দুপুর ২.০০ টায়। চিলাহাটী থেকে ঢাকা ক্যান্টেনমেন্ট নীলসাগর আন্তঃনগর ট্রেনটি ছেড়ে যাবে রাত ৯.২০ মিনিটে। চিলাহাটী রকেট মেইল ট্রেনটি যথারীতি প্রতিদিন সকাল ৭.০০ টায় চিলাহাটী থেকে খুলনার উদ্দেশ্য ছেড়ে যাবে। তবে চিলাহাটী-খুলনা আন্তঃনগর রুপসা ও সীমান্ত ট্রেন দুটি অল্প সময়ের মধ্যে চালু হবে বলে রেলওয়ের সুত্রটি জানান। ইতিমধ্যে এক কোটি চল্লিশ লক্ষ টাকা ব্যয়ে চিলাহাটী রেলওয়ে ষ্টেশনকে আধুনিকায়নের কাজ প্রায় সমাপ্তির পথে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে