সোহেল রানা, রাজশাহী জেলা প্রতিনিধি: অবৈধভাবে গাছ কাটার অভিযোগ করলে, আদালত সাত দিনের মধ্যে গাছ কাটার কারণ দর্শানোর নির্দেশ দেন কিন্তু কারণ না দেখিয়েই এলোপাথাড়ি ভাবে গাছ কাটা হচ্ছে।

চাঁপাইনবাবগঞ্জে মামলা চলমান অবস্থায় আদালতের নির্দেশনা অমান্য করে জোরপূর্বক ২০ লাখ টাকা মূল্যের ৭৩টি আমগাছ বিক্রির অভিযোগ উঠেছে। পৈত্রিক সূত্রে পাওয়া উত্তরাধিকারী ১৫ জন চাচাতো ভাই-বোনকে জমির ভাগ না দিয়েই গাছগুলো বিক্রি করা হয়েছে। বুধবার (২৮ ডিসেম্বর) সকাল থেকে গাছগুলো কাটা হচ্ছে। গাছ কাটতে বাধা দিতে গেলে উল্টো নানানরকম হুমকি-ধমকি ও প্রাণনাশের ভয়ভীতি দেখাচ্ছে প্রভাবশালী মহল।

সরজমিনে গিয়ে দেখা যায় নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের বাগানপাড়া এলাকার মৌজার জেল নম্বর ১০৬ ও খতিয়ান নম্বর ৩৯৮ এর দাগ নম্বর ১০০ এর জমির বিগত সাত (৭) দিনে অধিকাংশ গাছ কাটা হয়ে গেছে এবং বাকিগুলোও কাটার কাজ চলছে।

এনিয়ে সোমবার (০২ জানুয়ারী) আদালতে আরো একটি মামলা দায়ের করেন বাদী আব্দুল বারী।

বাদী আব্দুল বারী বলেন থানায় অভিযোগ ও মামলা করে গাছগুলো বাঁচাতে না পারলেও আইন ও সমাজের কাছে এর সঠিক বিচার দাবি করছেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে