কাওছার হামিদ, কিশোরগঞ্জ, নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় এই প্রথম চাঁদখানা ইউনিয়নে ইভিএম এর মাধ্যমে ইউপি ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে।

ইভিএম এর মাধ্যমে চাঁদখানা ইউনিয়নে উপ-নির্বাচনে নৌকা প্রতীক নির্বাচিত হওয়ায় নেতাকর্মীসহ উপজেলা আওয়ামীলীগের সকল অঙ্গসংগঠনের মাঝে আনন্দ উল্লাস দেখাগেছে।

কেউ টাকার মালা আবার অনেকে ফুলের মালা নির্বাচিত চেয়ারম্যান নৌকার প্রার্থী মোস্তাফিজার রহমান যাদু মিয়ার গলায় পড়িয়ে দিচ্ছেন।

নৌকা প্রতীক নিয়ে ৪৫০৯ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন কৃষিবিদ মোস্তাফিজার রহমান (যাদু মিয়া)।

তার নিকটতম প্রতিদ্বন্ধী সাবেক চেয়ারম্যান নাজিম উদ্দিন আলম সবুজ দুইপাতা প্রতীক নিয়ে পেয়েছেন ৩৮৮০ ভোট।

ফলাফলের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা রিটার্নিং অফিসার রফিকুল ইসলাম। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানাগেছে অত্র ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২১২০৭ এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১০৭৫৫ এবং মহিলা ভোটারের সংখ্যা ১০৪৫২ জন।

উল্লেখ্য যে, কিশোরগঞ্জ উপজেলার চাঁদখানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজার রহমান (হাফি) হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরন করলে চেয়ারম্যানের পদটি শূণ্য হয়ে যায়।

ফলে স্থানীয় সরকার মন্ত্রনালয় ইউনিয়নটিতে উপনির্বাচনে ভোট গ্রহনের সিদ্ধান্ত নেন। ২৫ মে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহন চলে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে