আহমদ রেজা, চট্টগ্রাম জেলা প্রতিনিধি: চট্টগ্রাম আনোয়ারা উপজেলা বন্দর কমিউনিটি সেন্টার ব্যবসায়ী কল্যাণ সমিতির মনোনয়নের পত্র সংগ্রহন (রেজিঃ- নং ২৯১২/২০০৯) এটি একটি অরাজনৈতিক, সঞ্চয়ী,সামাজিক ও ব্যবসায়ী সংগঠন ।

আজ বৃহস্পতিবার বিকাল ১১ ঘটিকায় বন্দর বনিক মালিক সমিতির দ্বি- বাষিকী নির্বাচনী মনোনয়ন পত্র ও মার্কা নির্ধারন কর্ম সূচী। ১৫ টি পদের অংশ গ্রহন কর্ম সূচীতে দোকান মালিক সমিতির মনোনয়নের পত্রের পদ ১/সভাপতি ২/সহ-সভাপতি ৩/সাধারন সম্পাদক ৪/সহ-সাধারন সম্পাদক ৫/সাংগঠনিক সম্পাদক ৬/সহ সাংগঠনিক সম্পাদক ৭/অর্থ সম্পাদক ৮/সহ- অর্থ সম্পাদক ৯/ প্রচার সম্পাদক ১০/ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ১১/দপ্তর সম্পাদক ১২/কার্যকারী সদস্য ৩টি

প্রতিটি সদস্য পদ অংশ গ্রহন হিসাবে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বী নুরজাহান মোবাইল সপ এর মালিক জনাব আলি হোসেন।

ও মোঃকামাল সওদাগর। সহ সভাপতি পদে ২জন সংগাঠনিক পদে দুই জন। সহ সাংগঠনিক সম্পাদক মোহনা টেলিকমের মালিক আবদুল আজিজ সহ সকল ১৫ টি পদে মনোনয়ন সংগ্রহন।

বন্দর কমিউনিটি সেন্টার, ডাক গরঃ মহাল খান বাজার,থানস কর্ণফুলী/ আনোয়ারা উপজেলা, জেলা চট্টগ্রাম।

নিবার্চন কমিশন/আহ্বায়ক কমিটি উপস্থিতি মনোনয়ন প্রধান করেন। পরিচালনা কমিটির উদ্যোগ
১/ আব্দুর রহমান- মেসার্স রহমান এন্ড ব্রাদাস ২/সাবিল আহম্মেদ সাব্বির – সামিয়া ডিজিটাল স্টুডিও এন্ড কম্পিউটার সেন্টার ৪/নরুল কামাল – মিষ্টি মেলা ৫/ মোঃ ইকবাল – মেসার্স ইকবাল এন্ড ব্রাদাস
ক্রেতার বিশ্বাস ও সহযোগিতা মুলক নির্ভর যোগ্য প্রার্থীর নির্ণয় মাধ্যমে ব্যবসায়ী কল্যাণ সমিতি।

সকল প্রার্থী মার্কা সহ সদস্য বিন্দু দের উপস্থিত প্রদান করেন।এ সমিতির সদস্য প্রায় ২০০-৩০০ জন সদস্য নিয়ে নতুন কমিউনিটি নির্ণয়ের দ্বী – বার্ষীকি নির্বাচনী ব্যবস্থা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে