ডেস্ক রিপোর্টঃ ক্লান্তি দূর করতে আমরা চা পান করি। কিন্তু যদি গ্রিন টি পান করা হয় তাহলে ক্লান্তি দূরের পাশাপাশি আরও অনেক উপকারও পাওয়া যায়।

দেখে নিন গ্রিন টি পান করলে যেসব উপকার পাবেন-

* হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায়।

* কিডনি রোগের জন্য উপকারী।

* রক্তে কোলেস্টোরেলের মাত্রা কমায়।

*গ্রিন টি’র লিকার দাঁতের ক্ষয়রোধ ও মাড়ি শক্ত করে।

* পোকামাকড় কামড়ালে যদি ওই স্থান চুলকায় ও ফুলে যায় তাহলে গ্রিন টির পাতা দিয়ে ঢেকে দিলে আরাম বোধ হয়।

* ডায়াবেটিসের জন্য উপকারী।

* কাটা জায়গায় গ্রিন টির লিকার লাগালে রক্ত পড়া বন্ধ হয়।

পিবিএ/এমএসএম

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে