Golap pic-2016.06.08

বিডি নীয়ালা নিউজ(৯ই জুন ২০১৬ইং) গোলাপগঞ্জ (সিলেট)প্রতিনিধি আজিজ খানঃ

জনগণ কর্তৃক নির্বাচিত চেয়ারম্যানের মাধ্যমে সরকারের বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়
— জেলা প্রশাসক জয়নাল আবেদীন

গোলাপগঞ্জ ও দক্ষিণ সুরমা উপজেলার নব-নির্বাচিত ইউনিয়ন চেয়ারম্যান শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ জয়নাল আবেদীন বলেছেন, দেশের উন্নয়নের মূল চাবিকাঠি স্থানীয় সরকারের গুরুত্বপূর্ণ অংশ ইউনিয়ন পরিষদ। ইউনিয়ন পরিষদের উন্নয়নের সকল কর্মকান্ড পরিচালিত হয় পরিষদের চেয়ারম্যানকে কেন্দ্র করে। জনগণ কর্তৃক নির্বাচিত চেয়ারম্যানের মাধ্যমে সরকারের বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়। ইউনিয়ন চেয়ারম্যানগণ নিজ নিজ দায়িত্ব পালনে সচেষ্ট হলে দেশের উন্নয়ন তরান্বিত হবে।
গতকাল বুধবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও ভারপ্রাপ্ত ডিডি এলজিএসটি শহিদুল ইসলাম চৌধুরীর উপস্থাপনায়, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশরাফুল আলমের পবিত্র তেলাওয়াতের মাধ্যমে ও জেলা প্রশাসক কার্যালয়ের অফিস সহকারী সজল আচার্যের গীতা পাঠ শেষে প্রথমে দক্ষিণ সুরমা উপজেলার নব-নির্বাচিত ৭জন চেয়ারম্যানকে শপথ পাঠ করান জেলা প্রশাসক জয়নাল আবেদীন। পরবর্তীতে গোলাপগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়নের নব-নির্বাচিনের চেয়ারম্যানদের শপথ পাঠ করান জেলা প্রশাসক। গোলাপগঞ্জ উপজেলার নব-নির্বাচিত চেয়ারম্যানদের মধ্যে ১নং বাঘা ইউনিয়নে ছানা মিয়া, ২নং গোলাপগঞ্জ সদর ইউনিয়নে আশফাক আহমদ চৌধুরী, ৩নং ফুলবাড়ী ইউনিয়নে মাহবুবুর রহমান ফয়ছল, ৪নং লক্ষ্মীপাশা ইউনিয়নে কবির আহমদ মুশন, ৫নং বুধবারী বাজার ইউনিয়নের মস্তাব উদ্দিন কামাল, ৬নং ঢাকাদক্ষিণ ইউনিয়নে মাওলানা শেখ আব্দুর রহিম, ৭নং লক্ষণাবন্দ ইউনিয়নে নছিরুল হক শাহিন, ৮নং ভাদেশ্বর ইউনিয়নে জিলাল উদ্দিন, ৯নং আমুড়া ইউনিয়নে রুহেল আহমদ, ১০নং বাদেপাশা ইউনিয়নে মস্তাক আহমদ, ১১নং শরীফগঞ্জ ইউনিয়নে এমএ মুমিত হীরা শপথ গ্রহণ করেন।
দক্ষিণ সুরমা উপজেলায় নব-নির্বাচিত চেয়ারম্যানদের মধ্যে কুচাই ইউনিয়নে আবুল কালাম, জালালপুর ইউনিয়নে মাওলানা সুলেমান হোসেন, বরইকান্দি ইউনিয়নে হাবিব হোসেন, লালা বাজার ইউনিয়নে পীর ফজলুর হক, মোগলা বাজার ইউনিয়নে ফখরুল ইসলাম শাইস্তা, সিলাম ইউনিয়নে ইকরাম হোসেন ও দাউদপুর ইউনিয়নে নব-নির্বাচিত চেয়ারম্যান এইচএম খলিল শপথ গ্রহণ করেন।
শপথ গ্রহণ শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু জাহিদ, গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল আলম খান, দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার, লক্ষণাবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ার‌্যান নছিরুল হক শাহিন, শরীফগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমএ মুমিত হীরা, জালালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাওলানা সুলেমান হোসেন ও মোগলা বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম শাইস্তা। অনুষ্ঠানে জেলা প্রশাসকের কর্মকর্তাবৃন্দ, গোলাপগঞ্জ ও দক্ষিণ সুরমা উপজেলা বিশিষ্ট ব্যক্তিবর্গ ছাড়াও উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গির আলম মুশিক, গোলাপগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক মাহফুজ আহমদ চৌধুরী প্রমুখ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে