আজিজ খান, গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জে স্বাস্থ্য বিধি না মানায় চালক ও যাত্রীদের বিরুদ্ধে মোট ১৫ টি মামলা এবং এসব মামলা থেকে ৩ হাজার টাকা জরিমানা আদায় করেছে মোবাইল কোট। সামাজিক দূরত্ব, গ্লাভস ও মাস্ক ব্যবহার না করায় তাদের বিরোদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। 

সোমবার(৬ জুলাই) দুপুরে উপজেলা পরিষদের সম্মুখে গোলাপগঞ্জ-ভাদেশ্বর সড়কে মোবাইল কোর্টের মাধ্যমে এ জরিমানা আদায় করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান নেতৃত্বে এই মোবাইল কোর্ট পরিচালিত হয় ।

মামুনুর রহমান বলেন, করোনা ভাইরাসের সংক্রমন ঠেকাতে সরকার নানা উদ্দ্যোগ হাতে নিয়েছে। পরিস্থিতি বিবেচনায় স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশও রয়েছে। এরা স্বাস্থ্য বিধি অনুসরণ না করায় ১৫টি মামলা ও ২০০টাকা করে মোট ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানে সহযোগীতা করেন গোলাপগঞ্জ মডেল থানার একদল পুলিশ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে