আজিজ খান, গোলাপগঞ্জ প্রতিনিধি: করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় লকডাউনে গতকাল শপিংমলসহ অন্যান্য দোকান বন্ধ রাখার নির্দেশ থাকলেও গোলাপগঞ্জে লকডাউন অমান্য করে অবৈধ ভাবে শপিং সেন্টার খুলা রাখা, মাস্ক ছাড়া বাইরে ঘুরাফেরা করায় ভ্রাম্যমাণ আদালতে অভিযানে ৩টি মামলা হয়েছে। এ সময় ১০ হাজার ২’শ টাকা জরিমানা আদায় করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার ঢাকাদক্ষিণ বাজারের বিভিন্ন স্থানে মাস্ক পরিধান নিশ্চিতকরণ ও স্বাস্থবিধি সঠিক ভাবে প্রতিপালনে পরিচালিত মোবাইল কোর্টে এই মামলা ও জরিমানা আদায় করা হয়।

অভিযানে নেতৃত্বদানকারী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনুপমা দাস জানান, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় লকডাউনে উপজেলায় মাস্ক পরিধান নিশ্চিত করণসহ স্বাস্থবিধি সঠিকভাবে মান্য করতে প্রচারণার পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে