Golap Pic-

বিডি নীয়ালা নিউজ(১৮ই জুন ২০১৬ইং) গোলাপগঞ্জ (সিলেট)প্রতিনিধি আজিজ খানঃ গোলাপগঞ্জ মডেল থানার উদ্যোগে জঙ্গি দমন ও আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার নুরুল ইসলাম বলেছেন, জঙ্গিবাদ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ ভাবে রুখে দাঁড়াতে হবে। বাংলাদেশ যখন সব দিক দিয়ে এগিয়ে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে একটি মহল বহিঃবিশ্বে এদেশের ভাবমূর্তিকে ক্ষুন্ন করতে নানা অপতৎপরতায় লিপ্ত। তারা নিরীহ লোকজনকে হত্যা করে এদেশের আইন শৃঙ্খলার ক্ষতি সাধন করছে। দেশের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করণে পুলিশ প্রশাসন সক্রিয় রয়েছে। তিনি আরও বলেন, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ ইসলাম কখনও পছন্দ করে না। যারা ধর্মের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, তাদেরকে সম্মিলিত ভাবে প্রতিহত করতে হবে। এক্ষেত্রে মসজিদের ইমাম ও আলেম সমাজ এগিয়ে আসার জন্য তিনি আহ্বান জানান।
গতকাল শুক্রবার বাদ জুমআ গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ একেএম ফজলুল হক শিবলীর সভাপতিত্বে ও অফিসার ইনচার্জ (তদন্ত) কামাল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোলাপগঞ্জ পৌরসভার মেয়র সিরাজুল জব্বার চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল আলম খান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, সিনিয়র সহকারী পুলিশ সুপার আমিনুল ইসলাম সরকার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সেক্রেটারী ও গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুল আহাদ, বাদেপাশা ইউপি চেয়ারম্যান মস্তাক আহমদ, শরীফগঞ্জ ইউপি চেয়ারম্যান এমএ মুমিত হীরা, পৌর কাউন্সিলর রুহিন আহমদ খান। এ সময় উপস্থিত ছিলেন বাঘা ইউপি চেয়ারম্যান ছানা মিয়া, গোলাপগঞ্জ কমিউনিটি পুলিশের সভাপতি হাজী আব্দুল ওয়াদুদ, আমুড়া ইউপি চেয়ারম্যান আছদ্দর আলী, গোলাপগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আব্দুস সামাদ জিলু, গোলাপগঞ্জ চৌমুহনী জামে মসজিদ পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ হাজী নুরুল ইসলাম, গোলাপগঞ্জ সদর ইউপি সদস্য এমএ ছবুর, ঢাকাদক্ষিণ ইউপি সদস্য সেলিম আহমদ, সাংবাদিক সৈয়দ জেলওয়ার হোসেন স্বপন, এনামুল হক এনাম, আব্বাস উদ্দিন, মানবাধিকার সংস্থার প্রতিনিধি শফিক উদ্দিন আহমদ, রফিকুল ইসলাম, বাঘা ইউনিয়ন কমিউনিটি পুলিশ সভাপতি পাখি মিয়া প্রমুখ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে