আজিজ খান, গোলাপগঞ্জ প্রতিনিধি:গোলাপগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের পৃথক পৃথক ¯’ানে অভিযান চালিয়ে এক লক্ষ ৬০হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

গতকাল বুধবার বিভিন্ন সময় এ অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনুপমা দাস।

জানা যায় , বুধবার অবৈধভাবে মাটি কাটার অপরাধে উপজেলার বাঘা ইউনিয়নের খালপাড় মজিদপুরে বালুমহাল ও মাটি ব্যব¯’াপনা আইন ২০১০ এর ধারায় এক ব্যক্তিকে এক লক্ষ টাকা ও গোলাপগঞ্জ বাজারের গোডাউন রোডের একটি বিস্কিট ফ্যাক্টরিতে অনুমোদনহীন মোড়ক ব্যবহার এবং লাইসেন্সবিহীন খাদ্যসামগ্রী উৎপাদনের অপরাধে বিএসটিআই আইন ২০১৮ ও ওজন ও পরিমাপ মানদন্ড আইন ২০১৮-এ ধারায় ৫০ হাজার টাকা এবং গোলাপগঞ্জ চৌমুহনীতে অব¯ি’ত একটি ফিলিং স্টেশন এর আন্ডারগ্রাউন্ড স্টোরেজের ক্যালিব্রেশন চার্টের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় ওজন ও পরিমাপ মানদন্ড আইন ২০১৮-এর ধারায় ১০হাজার টকা জরিমানা করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনুপমা দাস।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে