Golap Pic-1 (2)

বিডি নীয়ালা নিউজ(১৭ই জুন ২০১৬ইং)  গোলাপগঞ্জ (সিলেট)প্রতিনিধি আজিজ খানঃ গোলাপগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়নের নব-নির্বাচিত সদস্য ও সদস্যাদের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টায় উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল আলম খানের সভাপতিত্বে, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল মুন্তাকিমের উপস্থাপনায় ও উপজেলা মসজিদের ইমাম মাওলানা আব্দুল মতিনের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত শপথ অনুষ্ঠানে বক্তব্য রাখেন গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি ও সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সেক্রেটারী আব্দুল আহাদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তমির হোসেন চৌধুরী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অভিজিৎ কুমার পাল, ঢাকাদক্ষিণ ইউনিয়নের নব-নির্বাচিত ইউপি সদস্য সেলিম আহমদ, লক্ষ্মীপাশা ইউনিয়নের নব-নির্বাচিত ইউপি সদস্য অমৃতা বেগম। শপথ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল আলম খান বলেছেন, রাষ্ট্রের তৃণমুল পর্যায়ের ইউপি সদস্যরা গুরু দায়িত্ব পালন করে আসছেন।  বিশেষ করে বাল্য বিবাহ রোধ করতে ইউপি সদস্য ও সদস্যাগণ অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তিনি শপথ গ্রহণকারীদের উদ্দেশ্যে বলেন, গোলাপগঞ্জকে বাল্য বিবাহ মুক্ত উপজেলা হিসাবে ঘোষণা করা হয়েছে, তা বাস্তবায়নে আপনারা নিজ নিজ এলাকায় কাজ করতে হবে। এছাড়া শিক্ষার উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানিয়ে বলেন, ইউপি সদস্যরা নিজ এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার বিষয়ে খোঁজখবর রাখলে শিক্ষা কার্যক্রমে আরো উন্নতি করা সম্ভব হবে। অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার ফনিন্দ্র চন্দ্র সরকার, কৃষি সম্প্রসারণ অফিসার মো. নজরুল ইসলাম, গোলাপগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক মাহফুজ আহমদ চৌধুরী প্রমুখ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে