গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণ ইউপির বারকোট ছাতাল্লা লম্বা টিলায় আড়াই একর জায়গা জুড়ে বনভূমি গড়ে তোলা হয়েছে। টিলাজুড়ে রয়েছে বিভিন্ন প্রজাতির ৩ হাজার ৫শত গাছ। গত ১৭ মার্চ বুধবার দুপুরে দুর্বৃত্তদের দেওয়া আগুনে এসব গাছ প্রায় পুড়ে গেছে।

জানা যায়, তথ্য প্রযুক্তির বর্তমান অতিরিক্ত সচিব খায়রুল আমিন, সাবেক প্রাইভেটাইজেশনের সাবেক সচিব ফখরুল ইসলাম, নুরুল আমিন লিলন, মারুফ উদ্দিন, শামিম আহমদ, আব্দুল আজিজ, রুমান আহমদ গংরা মৌরশি সূত্রে মালিক। তাঁরা প্রায় ৭/৮ বছর পূর্বে বারকোট গ্রামের আড়াই একর জমিতে এ বনভূমি গড়ে তুলেন।

¯’ানীয়রা জানান, গত বুধবার দুপুর বারটার দিকে ছাতাল্লা লম্বা টিলায় আগুন দেয় দুর্বৃত্তরা। বনের ভেতর খড় ও শুকনো পাতা পড়ে থাকায় মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে আগুন। ¯’ানীয় লোকজন নিজস্ব উদ্যোগে আগুন নেভানোর চেষ্টা করলেও পানির কোনো উৎস না থাকায় আগুন নেভাতে বিলম্ব ঘটে। তবে এর আগেই বনের আকাশি, বেলজিয়াম, গর্জন, গন্ডই, আগরসহ বিভিন্ন প্রজাতির প্রায় ৩ হাজার ৫শত গাছ পুড়ে ছাই হয়ে যায়। গাছগুলোর অনুমান মূল্য প্রায় ৬০ থেকে ৭০ লক্ষ টাকা। পুড়ে যাওয়া গাছগুলো বাঁচার সম্ভাবনা নেই। আবার কয়েক বছর আগেও একবার দুর্বৃত্তরা টিলায় আগুন দিয়েছিলো। সে সময় ক্ষতি হয়েছিলো প্রায় কয়েক লক্ষ টাকা।

বনভূমি মালিকদের একজন নুরুল আমিন লিলন মিয়া জানান, তিনি অসু¯’ থাকায় সঠিক সময়ে মামলা করতে পারেননি। তবে এ ঘটনায় মামলা দায়েরের প্র¯’তি চলছে। গতকাল বৃহস্পতিবার ঘটনা¯’ল সরজমিনে পরিদর্শন করেছেন এলাকার বিশিষ্ট ব্যক্তিগনসহ সাংবাদিকরা। তবে কে বা কারা অগ্নিসংযোগ করেছে, তা জানা যায়নি। তাছাড়া প্রায় সময় কে বা কারা ৫ থেকে ৬শ গাছ কেটে নিয়েছে।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী বলেন, টিলার গাছগুলো পুড়ে গেছে, এ ধরনের কোনো অভিযোগ এখনো পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে