গোলাপগঞ্জ থেকে, আজিজ খান: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন এমপি বলেছেন, প্রাচীন স্থাপনা গুলোকে সংস্কার করে পর্যটন শিল্পে রূপান্তরিত করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় গোলাপগঞ্জে শ্রী চৈতন্য মন্দিরের পুরাতন স্থাপনা ও দর্শনীয় স্থান সংস্কার করা হবে। গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ শ্রী চৈতন্য মন্দির পরিদর্শন শেষে উপস্থিত জনতার উদ্দেশ্যে তিনি উক্ত কথা বলেন।
গতকাল শনিবার সকাল ১১টায় মন্ত্রী ঢাকাদক্ষিণ শ্রী চৈতন্য মন্দির পরিদর্শনের জন্য গোলাপগঞ্জ আগমন করেন। এ সময় উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেননের একান্ত সচিব (যুগ্ম সচিব) এটিএম নাছির মিয়া, বাংলাদেশ ওয়ার্কাস পার্টি সিলেট জেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ সিকান্দার আলী, সিলেট জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাবেক সহ-সভাপতি গোলাম দস্তগীর খান ছামিন, ঢাকাদক্ষিণ ইউপি সদস্য ও ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য সেলিম আহমদ, সাংবাদিক এনামুল হক এনাম প্রমুখ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে