hasanul_haq_inu

ডেস্ক রিপোর্টঃ তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, নির্বাচন কমিশন (ইসি) সংস্কার সম্পর্কে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার প্রস্তাব অযৌক্তিক, অবাস্তব এবং অসাংবিধানিক।
মন্ত্রী ইসি সংস্কার সম্পর্কে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার দেয়া প্রস্তাবের জবাবে আজ তথ্য অধিদপ্তর (পিআইডি) মিলনায়তনে আয়োজিত এক জনাকীর্ন সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন।
ইনু বলেন, আলোচনার জন্য এই প্রস্তাব কোন ভিত্তি হতে পারে না। তিনি এ প্রস্তাবকে অসৎ উদ্দেশ্যপ্রনোদিত এবং ষড়যন্ত্রমূলক উল্লেখ করে এর সমালোচনা করেন।
তথ্যমন্ত্রী বলেন, এই প্রস্তাব গ্রহন করা হলে সাংবিধানিক শূন্যতা সৃষ্টি হবে।

বি/এস/এস/এন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে