ডেস্ক রিপোর্টঃ খাগড়াছড়ি সদর উপজেলার স্বনির্ভর বাজারে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে ছয়জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো চারজন। তবে নিহতরা সবাই ইউপিডিএফ-এর প্রসিত বিখাশ গ্রুপের সদস্য বলে জানা গেছে।

আজ শনিবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটেছে। তবে হতাহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন সাংবাদিকদের কাছে এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে পুলিশ সুপার আলী আহমদ খান বলেন, বর্তমানে আমরা আতঙ্কগ্রস্ত অবস্থায় আছি। ঘর থেকে বের হতে পারছি না।

K/K/N.

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে