images

বিডি নীয়ালা নিউজ(২২জানুয়ারি১৬)- ঢাকা প্রতিনিধিঃ  রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে ইন্টারনেট সংযোগে দেখা দিয়েছে ধীর গতি। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুর থেকেই মূলত এ সমস্যার সৃষ্টি। বিকেলের দিকে যা আরও প্রকট আকার ধারণ করে।

মূলত গাজীপুরের মৌচাক এলাকায় বিটিসিএলের ক্যাবল এবং অপর একটি অপারেটরের ক্যাবল কাটা পড়ার কারণে ইন্টারনেট সংযোগে সমস্যা দেখা দেয়।

দেশের প্রথম শ্রেণির ন্যাশনওয়াইড ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (আইএসপি) ‘আম্বার আইটি লিমিটেড’ জানাচ্ছে, সন্ধ্যার দিকে গাজীপুরে আইটিসি কানেকশনে (সাবমেরিন ক্যাবল ছাড়া) আপস্ট্রিম সমস্যা দেখা দেয়। এ কারণে ঢাকার বিভিন্নস্থানে ইন্টারনেট সংযোগে অসুবিধা হচ্ছে।

বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) একজন কর্মকর্তা  জানান, গাজীপুরের মৌচাক এলাকায় বুলডোজার দিয়ে কাজ করার সময় তাদের ক্যাবল এবং অপর একটি বেসরকারি ক্যাবল কাটা পড়ার কারণে সমস্যার সূত্রপাত।

তবে সমস্যা ক্রমেই কমে আসছে বলে জানিয়েছে ‘আম্বার আইটি লিমিটেড’।

1 মন্তব্য

Leave a Reply to https://zabawka.shop উত্তর বাতিল

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে