চীনা সিনোফার্ম ও সিনোভ্যাকের প্রায় ১০ কোটি টিকা কিনবে বাংলাদেশ। করোনা ভাইরাস প্রতিরোধক টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের মাধ্যমে এই টিকা কেনা হবে।পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানায়।

কোভ্যাক্স থেকে বাংলাদেশ ৬ কোটি টিকা বিনা মূল্যে পাবে। ইতোমধ্যেই বাংলাদেশ কোভ্যাক্স থেকে ১ কোটি ২৫ লাখ টিকা পেয়েছে। বাকি টিকা ধীরে ধীরে পাবে বলে আশা করা হচ্ছে। কোভ্যাক্সের আওতায় বাংলাদেশ সরকার ১০ কোটি ৪০ লাখ টিকা কিনবে। সেটা সম্ভব হলে কোভ্যাক্স থেকে বিনামূল্যে ও কেনা টিকা মিলিয়ে ১৬ কোটি ৫০ লাখ টিকা সংগ্রহ করা সম্ভব হবে।

এ পর্যন্ত উপহার ও কেনা টিকা নিয়ে মোট ৪ কোটি ৩ লাখ ৬০০ টিকা পেয়েছে বাংলাদেশ।

ban/N

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে