ডেস্ক রিপোর্টঃ ব্রাজিলে বাংলাদেশের রাষ্ট্রদূত ও সাবেক পররাষ্ট্র সচিব মোহাম্মদ মিজারুল কায়েস ব্রাসিলিয়ার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…রাজিউন)।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বাসসকে জানান, কয়েক দিন আগে অসুস্থ হয়ে পড়লে মিজারুল কায়েসকে হাসপাতালে ভর্তি করা হয়। ব্রাজিলের স্থানীয় সময় রাত ৯টা (শুক্রবার) এবং বাংলাদেশ সময় সকাল ৬টায় (শনিবার) তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।
পেশাদার কূটনীতিক মিজারুল কায়েস কর্মজীবনে বাংলাদেশ সিভিল সার্ভিস ১৯৮২ ব্যাচের কর্মকর্তা ছিলেন। তিনি পররাষ্ট্র সচিব হিসেবে এবং দেশে-বিদেশে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।
রাষ্ট্রপতি আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ফরেন সার্ভিসে মিজারুল কায়েসের অবদানের কথা স্মরণ করে তাঁর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন।
তাঁরা মরহুমের রুহের মাগফেরাত ও শান্তি কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
পররাষ্ট্র মন্ত্রী এএইচ মাহমুদ আলী ,পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এবং পররাষ্ট্র সচিব শহিদুল হক পৃথক বার্তায় মিজারুল কায়েসের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন।
তাঁরা মরহুমের রুহের মাগফেরাত ও শান্তি কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

বি/এস/এস/এন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে