মুহাম্মদ কাইসার হামিদ, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধিঃ কিশোরগঞ্জের কুলিয়ারচরে এক জুতা ব্যবসায়ীর বাড়ির জায়গা দখল করে প্রায় আড়াই লাখ টাকা মূল্যের বনজ ও ফলজ গাছ কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

উপজেলার পশ্চিম জগতচর গ্রামের মৃত আব্দুল খালেক ওরুফে কালু খাঁ’র ছেলে জুতার ব্যবসায়ী মো. আব্দুল হেলিম (৪৫) অভিযোগ করে বলেন, একই গ্রামের মৃত কনু খাঁ’র পুত্র আমিনুল ইসলাম (৫৫) ও দ্বীন ইসলাম (৪৮) দ্বয়ের নেতৃত্বে একটি সঙ্ঘবদ্ধ দল দীর্ঘদিন যাবৎ তার বাড়ির জায়গা জোর জবরদখল করে নেওয়ার পায়তারা করে আসছিলো। এরই জের হিসেবে গত ৬ অক্টোবর বুধবার সকাল ১০ টার দিকে আমিনুল ইসলাম দেশীয় অস্ত্রাদীসহ লোকজন নিয়ে জায়গা দখলকরে গাছপালা কেটে নিতে আসে। এঘটনায় মো. আব্দুল হেলিম বাদী হয়ে গত ১১ অক্টোবর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত কিশোরগঞ্জে কার্যবিধি ১৪৪/১৪৫ ধারায় একটি মোকাদ্দমা নং-১২৭৫/২০২১ দাখিল করেন। বিজ্ঞ আদালতের বিচারক শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য ওসি কুলিয়ারচর থানা বরাবর মামলার অনুলিপি প্রেরণ করেন। মামলা দায়েরের পর বিজ্ঞ আদালতের আদেশ অমান্য করে প্রতিপক্ষ লোকজন নিয়ে হেলিম মিয়ার ৪৫ শতাংশ জায়গা থেকে প্রায় আড়াই লাখ টাকা মূল্যের বনজ ও ফলজ গাছ কেটে নেয়। এঘটনায় তিনি আইনশৃঙ্খলা বাহিনীর উর্ধতন কর্তৃপক্ষের সু দৃষ্টি কামনা করেন।

এব্যাপারে যোগাযোগ করার জন্য অভিযুক্তদের বাড়িতে গিয়ে তাদের পাওয়া না যাওয়ায় তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে