মুহাম্মদ কাইসার হামিদ, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধিঃ কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার প্রবাসীদে নিয়ে গঠিত “কুলিয়ারচর প্রবাসী সম্প্রীতি ফোরাম” এর বর্তমান কেন্দ্রীয় কমিটির সভাপতি আসাদ রেজা, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান রনি ও সাংগঠনিক সম্পাদক আতাহার আলীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সকল সদস্য ও কেন্দ্রীয় কার্যকরী কমিটির সকল সদস্যদের অবগতি করে জানিয়েছেন যে, নির্বাহী পরিষদ কর্তৃক গঠনকৃত সংগঠনের ২০২১-২২ সেশনের কেন্দ্রীয় কার্যকরী কমিটির কতিপয় কিছু সদস্য সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজেদের মতো করে পদ ব্যবহার করে প্রচার করে “কুলিয়ারচর প্রবাসী সম্প্রীতি ফোরাম” এর সুনাম ক্ষুন্ন করে আসছে। বার বার তাদের এহেন কর্মকান্ড থেকে বিরত থাকার জন্য আহবান করার পরও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ফয়সাল ইসলাম রিয়াজ, সহ-সভাপতি শাহ ইসলাম সুমন, সহ-সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক জালাল মিয়া, সহ-সাধারণ সম্পাদক মঞ্জু মিয়া, সহ-সাধারণ সম্পাদক মুছা মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক আফরুজ ভূঁইয়া, বন ও পরিবেশ সম্পাদক ইয়াছিন খাঁন সহ নির্বাহী প‌রিষদ থে‌কে ফয়সাল ইসলাম রিয়াজ, বোরহান উ‌দ্দিন মোল্লা, আরিফুল ইসলাম ও আফরুজ ভূইয়া‌ সংগঠনের গণতান্ত্রিক ধারায় ফিরে না আসার কারণে সংগঠনের গঠতন্ত্রে উল্লেখিত ধারা ৬ এর উপধারা ১৬ এর পরিপ্রেক্ষিতে ও নির্বাহী পরিষদের অনুমতিক্রমে গত ১৪ জুলাই তাদের সদস্যপদ বাতিল ও কেন্দ্রীয় কার্যকরী কমিটি থেকে বহিস্কার করা হয়। প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তারা আশাবাদ ব্যাক্ত করে বলেন, মানবিক সংগঠন কুলিয়ারচর প্রবাসী সম্প্রীতি ফোরাম নিয়ে বিভ্রান্তকারীদের সাথে কুলিয়ারচর উপজেলার প্রবাসীরা সম্পর্ক ও সংগঠন স্থাপনে সতর্ক অবলম্বন করবেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে