ডেস্ক রিপোর্টঃ কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে আজ ৫ জন মেয়র প্রার্থী সহ ১৯৭ জন কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী মনোয়নপত্র দাখিল করেছেন।
দাখিল কৃত মনোনয়নপত্রের মধ্যে ২৭টি ওয়ার্ডে ১৫০ জন কাউন্সিলর প্রার্থী এবং ৯টি সংরক্ষিত আসনে ৪২ জন মহিলা কাউন্সিলর প্রার্থী মনোয়ন পত্র দাখিল করেন বলে নির্বাচন অফিস সূত্রে জানা গেছে।
আজ সকাল ৯ টা হতে বিকাল ৫টা পর্যন্ত রিটানিং অফিসার আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে প্রার্থীগণ দলীয় নেতাকর্মী সমর্থকদের নিয়ে উৎসব মুখর পরিবেশে তাদের মনোনয়নপত্র দাখিল করেন।
মেয়র পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন আওয়ামীলীগের প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা, বিএনপি দলীয় সাবেক মেয়র মনিরুল হক সাক্কু, জেএসডি শিরীন আক্তার, পিডিপির এডভোকেট সয়েবুর রহমান এবং স্বতন্ত্র প্রার্থী মেজর (অব:) মামুনুর রশীদ।
আজ সকাল ১১ টায় আওয়ামী লীগ প্রার্থী সাবেক কাউন্সিলর ও সাবেক প্যানেল চেয়ারম্যান আঞ্জুম সুলতানা সীমা তার পিতা জেলা আওয়ামী লীগের প্রবীণ নেতা ১৪ দলের সমন্বয়ক আফজল খানসহ দলীয় নেতা কর্মীদের নিয়ে
রির্টানিং অফিসার রকিব উদ্দিন মন্ডলের কাছে মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করেন।
বেলা ১২ টায় বিএনপি প্রার্থী সাবেক মেয়র মনিরুল হক সাক্কু বিএনপি স্থানীয় কমিটির সদস্য নজরুল ইসলাম খানসহ নেতৃবৃন্দকে নিয়ে মেয়র পদে মনোয়নপত্র রিটানিং অফিসারের কাছে দাখিল করেন।
রিটার্নিং অফিসার জানান, সিটি কর্পোরেশন নির্বাচনে ২৭টি ওয়ার্ড এবং ৯টি সংরক্ষিত আসনে মনোনয়নপত্র সংগ্রহকারী ২৪৪ জন প্রার্থীর মধ্যে ১৯৭ জন প্রার্থী মনোয়নপত্র দাখিল করেছেন। মেয়র পদে ৬ জনের মধ্যে ৫ জন কাউন্সিলর পদে ১৯৩ জনের মধ্যে ১৫০ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৪৫ জনের মধ্যে ৪২ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।
আগামী ৫ ও ৬ ফেব্রুয়ারী দাখিলকৃত মনোনয়নপত্র বাছাই করা হবে এবং ১৪ ফেব্রুয়ারী প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন।
আগামী ৩০ মার্চ কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে।

বি/এস/এস/এন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে