সাব্বির হোসাইন, কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লার কোতয়ালী মডেল থানার গোলবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে ৩৩ বোতল ফেনসিডিল, ২৮ বোতল স্কাফ সিরাপ, ২ বোতল বিদেশি মদ এবং ১ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-১১, সিপিসি-২।

১১ (সেপ্টেম্বর) রাতে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয় বলে জানিয়েছেন, কুমিল্লা র‍্যাব-১১, সিপিসি-২ এর উপপরিচালক মুনিরুল আলম। আটককৃতরা হলেন, কোতয়ালী মডেল থানার শুভপুর এলাকার মমতাজ উদ্দিনের ছেলে আশিকুর রহমান (৩৫), চাঁদপুর জেলার কচুয়া থানার নয়া কান্দি এলাকার স্বরূপা নন্দ সরকারের ছেলে শোভন সরকার (২৫)।

বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার উপপরিচালক এ.কে. এম. মুনিরুল আলম জানান, আটককৃতরা দীর্ঘদিন যাবৎ কুমিল্লা, চাঁদপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলে ফেনসিডিল, স্কাফ সিরাপ, বিদেশি মদ এবং গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। আটককৃত আসামীদের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‍্যাবের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে