সাব্বির হোসাইন: কুমিল্লার গোবিন্দপুর রেলগেটে দীর্ঘদিন পারিবারিক ও জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুনের ঘটনা ঘটে। আজ (২৮ আগষ্ট) সোমবার বিকাল তিনটায় কুমিল্লা নগরীর টমছমব্রীজ- কোটবাড়ি রোডে গোবিন্দপুর রেলগেইট এলাকায় এই ঘটনা ঘটে। নিহত বড় ভাই জাহিদ (৩৫), ছোট ভাই মাসুম ওরফে বিচ্ছু (২৮) তারা দুজন গোবিন্দপুর এলাকার মৃত আমিন মিয়ার ছেলে। স্থানীয়রা জানায়, জাহিদ ও মাসুম আপন ভাই। দুইজনেই সিএনজি চালক ছিলেন। দীর্ঘদিন জমি ও পারিবারিক বিরোধের জেরে আজ বিকালে দুই ভাই তাদের বসতিতে ঝগড়াঝাটি করে। ঝগড়াঝাটির এক পর্যায়ে বড় ভাই রেল গেইটে আসলে ছোট ভাই পাথর দিয়ে মাথায় আঘাত করে পালিয়ে যায়। ঘটনাস্থলে বড় ভাই জাহিদ মারা যায়। নিহত জাহিদের মেয়ে সনি আক্তার জানায়, দীর্ঘদিন জায়গা সম্পত্তি ও মাদকসহ অন্যান্য কারণে জাহিদ ও মাসুমের মধ্যে প্রায়ই ঝগড়াঝাটি হত। আমি কুমিল্লা ইপিজেড থাকাকালীন সময়ে স্থানীয়রা আমাকে ফোনে জানায় মাসুম আমার বাবাকে মেরে ফেলেছে। কুমিল্লা রেললাইন পুলিশ ফাঁড়ির এস.আই, মো: মোস্তফা কামাল জানায়, জাহিদ ও মাসুম দুই ভাই মাদকাসক্তের সাথে জড়িত। বিভিন্ন কারণে তারা দীর্ঘদিন সাজাপ্রাপ্ত হয়ে আবার ছুটেও এসেছে। তাদের নামে থানায় একাধিক অভিযোগ রয়েছে। আজ জাহিদ ও মাসুম জায়গা জমিসহ অন্যান্য কারণে ঝগড়াঝাটি করে। ছোট ভাই মাসুম বড় ভাইকে পাথর দিয়ে আঘাত করে,তার এক পর্যায়ে বড় ভাই মারা যায়। লাশ বর্তমানে ঘটনাস্থলে রয়েছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে অভিযুক্ত মাসুমকে আটক করার জন্য অভিযান চলছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে