kitnshak_47188

ডেস্ক রিপোর্টঃ আগের তুলনায় দেশে ক্ষতিকারক কীটনাশকের ব্যবহারের প্রবণতা ধীরে ধীরে হ্রাস পাচ্ছে। গত ৭ বছর ক্ষতিকারক বিভিন্ন কীটনাশকের ব্যবহার প্রায় ২৫ শতাংশ হ্রাস পেয়েছে। এক্ষেত্রে সমন্বিত কীটপতঙ্গ ব্যবস্থাপনা কর্মসূচি (আইপিএম) এবং কৃষকদের মধ্যে সচেতনতা সৃষ্টি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাম্প্রতিক তথ্য-উপাত্ত থেকে এ তথ্য জানা যায়। এক পরিসংখ্যানে দেখা যায়, ২০০৮ সালে সারাদেশে মোটামুটিভাবে ৪৮ হাজার ৬৯০ টন কীটনাশক ব্যবহার করা হয়েছে। ২০১৫ সালে এ কীটনাশকের ব্যবহার ২৫ শতাংশ কমে ১৩ হাজার টন থেকে ১৩ হাজার ৫২৩ টনে এসে দাঁড়ায়।

২০০৮ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত কীটনাশকের ব্যবহার হ্রাস পাওয়ায় দেশের ৬৫০ কোটি টাকা সাশ্রয় হয়েছে। ২০০৮ সালে কীটনাশক আমদানি খাতে ৮২৮ কোটি টাকা ব্যয় হলেও ২০১৫ সালে এ খাতে ব্যয় হয় ১৮০ কোটি টাকা। এ ব্যাপারে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক হামিদুর রহমান বলেন, সমন্বিত কীটপতঙ্গ ব্যবস্থাপনা কর্মসূচির আওতায় ‘সেক্স ফেরোমনস ট্রাপ’-এর মতো জৈব কীটপতঙ্গ ব্যবস্থাপনা পদ্ধতি চালু করায় তা কয়েকটি প্রধান শস্যকে কীটপতঙ্গের আক্রমন থেকে রক্ষায় কৃষকদের সহায়তা করেছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে