স্টাফ রিপোর্টারঃ নীলফামারী কিশোরগঞ্জ ,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ  কতৃক গ্রামীণ হতদরিদ্র পরিবারের আত্ম সামাজিক উন্নয়নের লক্ষ্যে   দারিদ্রতা,পুষ্টিহীনতা, স্যানিটেশন ,বাল্যবিবাহ, মাদক, শিশুসুরক্ষা,কর্মসংস্থান,শিক্ষা কার্যক্রমের  উপর গত এক বছরের লক্ষ্যমাত্রা অর্জন  বিষয়ক বাৎসরিক কমিউনিটি পর্যালোচনা ও পরিকল্পনা বিষয়ক কর্মশালা  অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে কিশোরগঞ্জ কমিউনিটি টাউন হলে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন,সংস্থাটির ৫টি কর্ম এলাকার  চেয়ারম্যান,সদরের আনিছুল ইসলাম আনিছ, বাহাগিলীর আতাউর রহমান শাহ্

দুলু,নিতাইয়ের ফারুকুজ্জামান ফারুক,,চাঁদখানার হাফিজার রহমান হাপি, পুটিমারীর আবু সায়েম লিটন,এপি’র এরিয়া প্রোগ্রাম  ম্যানেজার পিকিং চাম্বুগং, প্রোগ্রাম অফিসার আমজাদ হোসেন, শ্যামল মন্ডল, মিন্টু বিশ্বাস, সানজিদা আনছারী।এসময় আরো উপস্থিত ছিলেন, গ্রাম উন্নয়ন কমিটি ভিত্তিক  ৪টি ইউপি’র পিএফ ফোরের সভাপতি সাধারণ সম্পাদকসহ ৪০জন সদস্য প্রমুখ।জানা গেছে, ৫ টি ইউপি’র কর্ম এলাকার গ্রাম উন্নয়ন কমিটির ভিশন ২০২৫ সালের  মধ্যে তাদের  গ্রামের  দারিদ্রতা হ্রাস ,শতভাগ স্যানিটেশন, মা ও শিশুদের অপুষ্টি, শিশু সুরক্ষা,বাল্যবিবাহ,শিশুশ্রম, যৌতুক সমস্যা,মাদকসহ সমাজের এ সকল ব্যাধি নির্মূলকরণে হতদরিদ্র পরিবারের জীবনমান উন্নয়ন ও সম্পদ বৃদ্ধি বাস্তবায়নের স্বপ্ন নিয়ে কাজ করছেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে