স্টাফ রিপোর্টারঃ জমির মালিক আ.ন.ম রুহুল ইসলাম ও মালিকানা দাবীদার আনোয়ার হোসেন আনু ও ছানারুল ইসলাম ছানা উভায়ের মধ্যে দণ্ডের সৃষ্টি হলে বাদী ছেলে ইন্জিনিয়ার রাশেদ ৯৯৯ ফোন করলে থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। উক্ত ঘটনাটি ঘটে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের পানিয়ালপুকুর গ্রামে।

মামলার তথ্যঃ ১.কিশোরগঞ্জ থানায় অভিযোগ করেন ৮/৩/২১ তারিখ। ২. বিজ্ঞ কিশোরগঞ্জ সহকারী জজ আদালত নীলফামারী কোর্টে মামলা দায়ের করেন অন্য মামলা নং ২৯/২১ বিবাদীগন উক্ত মামলার বিষয় জানতে পেরে ১০/৩/২১ তারিখ জমি দখলের চেষ্টা করলে বাদীর ছেলে ৯৯৯ ফোন করলে দুইজন আসামি কে ধরে নিয়ে যায়। ৩.উক্ত বিষয়ে থানায় একাধিক অভিযোগ আছে। ৪.বিগত ২৩/৫/২১ ইং তারিখের বিজ্ঞ আদালতে অস্থায়ী নিষেধাজ্ঞা প্রার্থনা করলে বিজ্ঞ আদালত ১৫ কার্যদিবসের মধ্যে বিবাদীগনকে কারন দর্শাইতে বলেছেন কেন আপনাদের বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞা দেওয়া হবে না। উক্ত নোটিশ পাওয়া পর থেকে বিবাদীগন জমি বেদখল দেওয়ার চেষ্টা প্রতিনীয়ত করে যাচ্ছে। এরে ধারা বাহীকথায় ৩০ মে ২০২১ মধ্যে রাতে বিবাদীগন সন্ত্রাসী ও ভূমি দস্যু নিয়ে জমিতে অবৈধভাবে অনুপ্রেবেশ করে জমি বেদখল দেওয়ার চেষ্টা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে