কাওছার হামিদ, কিশোরগঞ্জ, নীলফামারী: নীলফামারী কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের ধাইজান পাড়ার শ্বশানের পতিত জমিতে তাস দ্বারা টাকার বিনিময়ে জুয়া খেলারত অবস্থায় ৬ জুয়ারীকে আটক করেছে কিশোরগঞ্জ থানা পুলিশ।

সোমবার সন্ধার দিকে উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের ধাইজান পাড়ার শ্বশান নামক স্থান থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, উত্তর পুষনা কাচারি পাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে জাহাঙ্গীর (২৯), উত্তর পুষনা মাছুয়া পাড়া গ্রামের নুর ইসলামের ছেলে ইঞ্জু (৩৫), উত্তর পুষনা মাছুয়া পাড়া গ্রামের মৃত নুর হোসেনের ছেলে ময়জাল হোমেন (৫০), উত্তর পুষনা দর্জি পাড়া গ্রামের মৃত কাওসার আলী ছেলে শওকত আলী (৪৫), দক্ষিণ রাজীব কাচারি পাড়া গ্রামের মৃত জবান উদ্দিনের ছেলে মোশাররফ হোসেন (৫৫),ও উত্তর পুষনা মাছুয়া পাড়া গ্রামের সাদেকুলের ছেলে হেদায়ত উল্লাহ (১৯)।

থানার অফিসার ইনচার্জ রাজিব কুমার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাড়াগ্রাম ইউনিয়নের ধাইজান পাড়া শ্বশানের পতিত জমিতে তাস টাকা দ্বারা জুয়া খেলারত অবস্থায় জুয়া খেলার সরঞ্জামসহ ২ সেট তাস ১০৪ টি নগদ ৫,৪৫০ টাকা হাতেনাতে ধরা হয়।

তাৎক্ষনিক মোবাইল কোর্টের মাধ্যমে তাদের প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার নুর-ই-আলম সিদ্দিকী। পরে আসামিদের জেলা কারাগারে প্রেরন করা হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে