স্টাফ রিপোর্টারঃ নীলফামারী কিশোরগঞ্জ উপজেলার ধাইজান নদীর বড় ব্রীজ থেকে বাহাগিলী ইউনিয়নের উঃ দুরাকুটি গ্রামের নান্নুর বাজার পর্যন্ত ৩ কিলোমিটার দৈর্ঘ্যের গুরুত্বপূর্ণ  পাকা সড়কটি কয়েক বছর থেকে সংস্কারের অভাবে অধিকাংশ জায়গায় ভেঙে গিয়ে বিধ্বস্ত হয়ে পড়েছে। মাঝে মাঝে উঠে যাওয়া পিচ, ভাঙা ইট, বালু কাদা,পানি মিলেমিশে তৈরি হয়েছে অসংখ্য ছোট-বড় গর্তের।কাদায় ভরা এ পাকা সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে অবর্ণনীয়  ভোগান্তির শিকার হচ্ছে,কোমলমতি শিশু, মুমূর্ষু রোগী,গর্ভবতী মা,যাত্রীসহ পণ্যবাহী যানবাহন। হাটু সমান কাদায় যানবাহন আটকে গিয়ে প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দুর্ঘটনা।ওই সড়ক দিয়ে পরিবহনে গুনতে হচ্ছে বাড়তি ভাড়া এবং যাতায়াতে দিন দিন কমতে শুরু করেছে যানবাহনের সংখ্যাও।বিশেষ করে ওই ব্রীজের প্রবেশমুখ থেকে একই গ্রামের ময়দান পাড়া পর্যন্ত ৭৭১ মিটার দৈর্ঘ্য  সড়কটি মেরামতে গত, ২০১৯ সালের শেষের দিকে ৯২ লাখ ৮৩ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়।ওই সড়ক নির্মাতা প্রতিষ্ঠান ভেকু মেশিন দিয়ে কার্পেটিং  তুলে দীর্ঘ এক বছর  কাজ ফেলে রাখায় সামান্য বৃষ্টিতে হাঁটু সমান কাদা-পানিতে একাকার হয়ে ২০গ্রামের ৩০ হাজার জনগণের চলাচলেে ভোগান্তি চরমে উঠেছে। ওই ইউনিয়ন বাসীর যাতায়াতের একমাত্র পথ হলেও দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার করা হচ্ছে না। সড়কটি শিগগির সংস্কার করে দুর্ভোগ লাঘব করার জন্য সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে এলাকাবাসী।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে