নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ, নীলফামারী: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় গাড়াগ্রাম বাসষ্ট্যান্ডে সড়ক দূর্ঘটনায় শিশুসহ দুই শিক্ষিকা আহত হয়েছে এর মধ্যে একজনের অবস্থা অসংখ্যাজনক।

আহত দুই শিক্ষিকার মধ্যে একজনকে তার শিশু সন্তানসহ প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। অপর শিক্ষিকাকে অসংখ্যাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ৫ম তলা ১৮নং ওয়ার্ডের সার্জারী বিভাগে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে মাগুড়া দর্জিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা ও উপজেলার শ্রেষ্টজয়িতা সুফিয়া আক্তার বিজলী তার বড়বোন পশ্চিম দলিরাম মাঝাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা হাসনে বানু বিজলীকে মটরসাইকেলে করে বিদ্যালয়ে পৌছে দেয়ার জন্য গাড়াগ্রাম বাসষ্ট্যান্ড পার হইতে ছিল পথিমধ্যে জলঢাকা থেকে ছেড়ে আসা রংপুর গামী চট্রো মেট্রো-চ-১১-২৪০৬ নম্বরের একটি মাইক্রোবাস মটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলে আহতহন তারা। মাইক্রোবাসটি আটক রয়েছে। আহত বিজলী আক্তারের বড়ভাই নুরে আলম সিদ্দিক ঝন্টু জানান আমার ছোট বোন গুরুতর আহত হয়েছে তার দুটি পা ও একটি হাত ভেঙ্গে গেছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে