মোঃ কাওছার হামিদ, কিশোরগঞ্জ (নীলফামারী) থেকেঃ নীলফামারীর কিশোরগঞ্জ এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর আয়োজনে গতকাল সকাল ১০টায় কিশোরগঞ্জ ইউনিয়ন পরিষদ হলরুমে শিশু সুরক্ষা বিষয়ক কার্যক্রমের উপর এলাকার গন্যমাণ্য ব্যক্তিবর্গ ও ধর্মীয় নেতৃবৃন্দদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, কিশোরগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনিছুর রহমান আনিছ। উপস্থাপনায় কিশোরগঞ্জ এপি ম্যানেজার, পিকিং চাম্বু গং, এপিসি ম্যানেজার, মি.অরবিন্দু গমেজ, এপি ওয়াল্ড ভিশন বাংলাদেশ। প্রোগ্রাম অফিসার মোঃ আমজাদ হোসেন, মিন্টু বিশ্বাস, কিশোরগঞ্জ এপি ওয়াল্ড ভিশন বাংলাদেশ।

মতবিনিময় সভায় বক্তরা জানান স্থানীয় পর্যায়ে শিশুর প্রতি শারীরিক সহিংসতা রোধে শিশুর প্রতি শারীরিক সহিংসতা বন্ধে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক প্রণীত আইনসমূহ যথাযথ ভাবে প্রয়োগ করতে হবে। নারী ও শিশুর প্রতি নির্যাতন বন্ধে জাতীয় হেল্প লাইন- ১০৯ শিশুরা ১০৯৮ এর প্রচার ও চলমান কার্যক্রম ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে